চিকিৎসা গ্রহণের ১৮দিন পর বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের গোপালপুরে শিয়ালের কামড়ে আহত হওয়া ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া উত্তর পাড়ার বাহাজ উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম।
গত ৮ আগস্ট শনিবার মুখমণ্ডলের বিভিন্নস্থানে শিয়ালের দাঁতের কামড়ে আহত হয়ে ধনবাড়ীর একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন।
জানা যায়, ঐদিন বিকালে ফিরোজা বেগম রান্নাঘরের সম্মুখে বসে মাছ কুটছিলেন। হঠাৎ তার স্বামী বাহাজ উদ্দিন দূর থেকে শিয়াল-শিয়াল ডাকচিৎকার শুনে বাড়িতে ঢুকে দেখতে পান, উঠোনে তার স্ত্রী একটি শিয়ালের সাথে ধস্তাধস্তি করছে। তাকে দেখে শিয়ালটি পালানোর আগেই ফিরোজ বেগমের মুখমণ্ডলের বিভিন্নস্থানে দাঁতের কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়।
শনিবারের চিঠি/ আটলান্টা/ আগষ্ট ২৭, ২০২০
বাংলাদেশ সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com