বাগেরহাটের কচুয়া উপজেলায় কৃষকের তিন হাজার ফলন্ত টমেটো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীররাতে কচুয়া উপজেলার বিশারখোলা মাঠে দাউদ মৃধা ও তার ভাইয়ের ক্ষেতের গাছগুলো কেটে দেওয়া হয়।
ক্ষেতে কাটা টমেটো হাতে হতাশ চাষী দাউদ মৃধা ও প্রতিবাশীরা [ ছবিঃ সংগৃহীত ]
ক্ষতিগ্রস্থ দাউদ মৃধা বলেন, ৭৪ শতক জমি লিজ নিয়ে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে তিন হাজার গাছ লাগিয়েছিলাম। জমি প্রস্তুত, ঘুরি দেওয়া, রোপণ ও সারসহ দুই লাখ টাকার ওপরে ব্যয় হয়েছে। ১৫ দিন পরেই এসব গাছ থেকে টমেটো বিক্রি করতে পারতাম। তিন হাজার গাছে অন্তত আট লাখ টাকার টমেটো বিক্রি করতে পারতাম। আমাকে একদম শেষ করে দিয়ে গেল।
কে বা কারা কেন কেটেছে এমন প্রশ্নের জবাবে দাউদ মৃধা বলেন, এ টমেটোই আমার সব। রাত জেগে পাহারা দিই। শীত লাগার কারণে মঙ্গলবার রাত আড়াইটার দিকে বাড়িতে যাই। সকালে এসে দেখি সব গাছ কাটা। কে কাটছে জানি না। আমাকে আর্থিকভাবে শেষ করে দেওয়ার জন্যই এ কাজ করেছে তারা।
বাংলাদেশ সময়: ৭:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com