ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে ঝালকাঠির রাজাপুর উপজেলায় অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বড়াইয়া গ্রাম ও মেডিকেল মোড় এলাকায় গতকাল বুধবার বিকেলে এ দুই ঘটনা ঘটে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো বড়াইয়া গ্রামের সাইফুল আকনের মেয়ে সামিয়া আক্তার (৪) ও মেডিকেল মোড় এলাকার ফারুক হাওলাদারের ছেলে সিয়াম হোসেন (৭)।
স্থানীয়রা জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে বিষখালী নদীর পানি বেড়ে উপজেলার বিভিন্ন স্থান তলিয়ে যায়। এর মধ্যে বড়াইয়া গ্রামের সাইফুল আকন নামের এক ব্যক্তির ঘরে পানি ঢুকে পড়ায় পরিবারসহ পাশের একটি বাড়িতে আশ্রয় নেন তিনি। ওই বাড়ির পেছনের একটি খালের পাশে খেলার সময় তাঁর চার বছরের মেয়ে সামিয়া আক্তার পানিতে ডুবে মারা যায়।
একই দিনে উপজেলার মেডিকেল মোড় এলাকায় বাড়ির পাশের একটি মাঠে খেলার সময় ফারুক হাওলাদার নামের এক ব্যবসায়ীর সাত বছরের ছেলে সিয়াম হোসেন জোয়ারের পানিতে ডুবে মারা যায়।
বাংলাদেশ সময়: ৫:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com