রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন জোট নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৯টায়(বাংলাদেশ) চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিউল আলম প্রধান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বৈঠকে আলোচনা হবে।’
গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ২১ নভেম্বর তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর এটাই হবে ২০ দলীয় জোটের সঙ্গে তার প্রথম বৈঠক।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২৬ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com