জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে আজ শুক্রবার জুমার খুতবা নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বৃহস্পতিবার সব মসজিদে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধ করতেই নতুনে এই উদ্যোগ নিয়েছে তারা।
জুমার নামাজে আগে খতিব বা ইমামরা মুসল্লিদের উদ্দেশে দেয়া বক্তব্যে কী বলবেন তার বিস্তারিত লিখিত বয়ানও পাঠানো হয়েছে।
রাতে ইসলামিক ফাউন্ডেশন সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিন বাংলামেইলকে বলেন, আগামীকাল শুক্রবার বায়তুল মোকাররমে জাতীয় মসজিদের জুমার খুতবা কী বক্তব্য হবে তা ইফার পক্ষ থেকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। একই সঙ্গে দেশের সকল মসজিদে এই খুতবা অনুকরণ ও অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
তিনি আরো বলেন, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবারের চিঠি/ আটলান্টা/ জুলাই ১৫, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com