ঝঞ্ঝাবায়ুর দাপটে সভ্যতার যৌগিক প্রান্ত
অনবরত রূপ পালটায় ; প্রতারণার দ্বার খোলা
ট্রেডমার্ক কথোপকথনে দণ্ডিত ট্রেজারি ক্লান্ত
জাতিবৈরিতায় মানুষের আবাসভূমি দোদুল দোলা ৷
ক্ষুধিত শকুনের বিষদাঁতে শিল্পিত শিলালিপি
ক্লেশিত ক্লৈব্য ; অন্তরিন অন্তর্বাসে জখমের চিন
প্রাচীন প্রবাদের ক্ষারজলে জিঘাংসিত ছিপি
জিন্দেগীর ধর্মবিশ্বাসে প্রতীয়মান হাজারো ঋণ ৷
হে মানুষের সভ্যতা ! এই ভূমিতল ধনদাসের দেশ
পরজীবী মঞ্জরিতে শোষণের কোষ শিরা উপশিরা
রাজপ্রাসাদের বাসিন্দা ; থামেনা মাখনীয় জাতিবিদ্বেষ
মাথার খুলিতে বিস্ময়াবহ তৃপ্তি যেন সুরাজীব মদিরা ৷৷
নওগাঁ ।
বাংলাদেশ সময়: ৫:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com