ষ্টাফ রিপোর্টারঃ জর্জিয়া যুব লীগ ( মোশারফ –সুমন ) আহ্বায়ক কমিটি আয়োজিত সম্মেলন প্রস্ততি কমিটির সভা গত ২৩ এপ্রিল রবিবার বেলা ২টায় স্থানীয় মানসুন মাসলা কিচেন এন্ড সুইটস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোশারফ হোসেন এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব সাদমান আহমদে সুমন। দীর্ঘ তিন বছর পূর্বে গঠিত আহ্ববায়ক কমিটি আগামি ৩০ জুলাই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে যাচ্ছে বলে অনুষ্ঠানে ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষেও আলচনা করা হয় । এছাড়া সম্প্রতি নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় হামলার নিন্দা করা হয়।
আয়োজক কমটির তরফ থেকে বলা হয় , সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী যুব লীগের আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরি ও সদস্য সচিব বাহার খন্দকার সবুজকে আমন্ত্রণ করা হবে । আশা করি তারা উপস্থিত থাকবেন ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদ তপু, রেজাউল বাশার সামিম, মাহবুব আলম সাগর, মাহফুজুল হক, হাসান চৌধুরি সুহেল, তানভির ভূইয়া, অভিষেক শ্যাম, ফরহাদ আহমেদ মোহাম্মদ নওশাদ প্রমুখ।
শনিবারের চিঠি/ আটলান্টা/ এপ্রিল ২৭, ২০১৭
আমাদের সাথে থাকতে ফেসবুক ওপেন করুন এবং লাইক বক্সে ক্লিক দিন।
বাংলাদেশ সময়: ২:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com