শনিবার রিপোটঃ ঐতিহাসিক ৭ মার্চ পালন করলো জর্জিয়া আওয়ামী স্টেট যুবলীগ । গত ১৩ মার্চ স্থানীয় ইন্ডিয়ান গ্রীল রেস্টুরেন্টে জর্জিয়া স্টেট যুবলীগের সভাপতি নুরুল ইসলাম তালুকদার নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান রানার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী।
আয়োজক কর্তৃক জানানো হয় অনুষ্ঠানে জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদ্বয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্ত তারা যোগদান করেন নি। তবে জর্জিয়া আওয়ামী লীগের অনেকে উপস্থিত ছিলেন, তারা হলেন, সহ সভাপতি শেখ জামাল, সহ সভাপতি নেহাল মাহমুদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পয়াদক সৈয়দ মুরাদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক এ এইচ রাসেল, কৃষি বিষয়ক সম্পাদক হীরা মিয়া, ইমিগ্রেশন সম্পাদক শরীফ ইসলাম,যুব ও ক্রীড়া সম্পাদক মিনহাজুল ইসলাম বাদল, জর্জিয়া আওয়ামী লীগের প্রবীন নেতা বেলায়েত হোসেন প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জর্জিয়া বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আহমাদুর রহমান পারভেজ, বাংলাধারার কো-অর্ডিনেটর মাহবুব ভুইয়া, তরুণ ব্যবসায়ি সায়েম মতিন, সাইদুল ইসলাম, আব্দুলহক সহ আরো অনেকে।
আলোচনায় অংশ গ্রহণ করেন, জর্জিয়া স্টেট যুবলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান, সহ সভাপতি এস কে তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুহেল হাসান, আবুল হাসান, ইয়াসির আরাফাত মৃদুল, আইন বিষয়ক সম্পাদক মিনতি তালুকদারসহ আরো অনেকে।
বক্তাগন বলেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ছিল মুক্তিযুদ্বের সুস্পষ্ট দিকনির্দেশনা। এ দিকনির্দেশনা নিয়ে বাঙালি জাতি আওয়ামীলীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্বে জাপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ভাষন আজ শুধু বাঙালি জাতীর অনুপ্রেরন উত্স নই, বিশ্বের জন্য এক মাইন ফলক। বিশ্ববাসী আজ বঙ্গবন্ধুর ভষণকে বিশ্বের অন্যতম ভাষণ বলে স্বীকৃতি দিয়েছে।
শনিবারের চিঠি/আটলান্টা/ মার্চ ১৫, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com