আটলান্টায় এবছর ফোবানা- ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকান প্রবাসী বাংলাদেশি বাঙালিরা আনন্দের সাথে এতে অংশ নেবেন বলেই আমার ধারনা। এই মিলনমেলা সর্বোতভা্বেই সার্থক হোক- এটাই মনে মনে চাই। কিন্তু মনে একটা অস্বস্তি কাজ করে এই ভেবে যে, প্রবাসে বাঙালির এত বড় একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যা কিনা এক বা একাধিক অনির্বাচিত সংগঠনের উদ্যোগ ও আয়োজনে। পরিতাপের বিষয় এই যে, আমেরিকার মত একটি গনতান্ত্রিক দেশে বসবাস করেও আমরা জর্জিয়ার বাংলাদেশিরা বিগত দুই-তিন বছর ধরে জর্জিয়া বাংলাদেশ সমিতি এর কোন নির্বাচন অনুষ্ঠান করতে পারিনি।
২০১৮’র ফোবানা আয়োজক কর্মকর্তাগনসহ কমিউনিটির নেতা- কর্মীদেরও এব্যাপারে কোন হেলদোল দেখা যায়নি। এবং আরও মজার ব্যাপার হলো জর্জিয়া বাংলদেশ সমিতির নির্বাচন নিয়ে কথা বলতে যেয়ে কমিউনিটি সংগঠক ও নেতাদের কাছ থেকে কোন ধ্বনাত্মক অথবা সদর্থক সাড়া পাওয়া যায়নি বরং বিষয়টির সাথে যে গনতান্ত্রিক চিন্তা, চেতনা, সংস্কৃতি জড়িত- সেই বিষয়টিও অনেকে সযত্নে এড়িয়ে গেছেন। আটলান্টা /জর্জিয়াবাসি অন্যান্য বাঙালি / বাংলাদেশিরা এ বিষয়ে কী ভাবছেন ?
শ্যাম চন্দ
আটলান্টা, জর্জিয়া ।
শনিবারের চিঠি / আটলান্টা / ১৫ ফেব্রুয়ারি , ২০১৮
বিদ্রঃ মতামতের জন্য সম্পাদক দায়ী নহে ।
বাংলাদেশ সময়: ৯:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com