শনিবার রিপোর্টঃ জর্জিয়া আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন জর্জিয়া আওয়ামী লীগের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী এবং জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি সলিম উল্লা সলি।
গত ১৭ আগস্ট তিনি তার ফেসবুকের টাইম লাইনে এ পদত্যাগ ঘোষণা দেন। কি কারণে তিনি এ পদত্যাগ করলেন তা অবশ্য তার টাইম লাইনে উল্লেখ করেন নি। জনৈক ফেসবুক বন্ধু তার এই পদত্যাগের কারণ জানতে চাইলে সলিম উল্লা সলি তার জবাবে লিখেছেন ব্যক্তিগত।
শনিবারের চিঠির তরফ থেকেও সলিম উল্লা সলির সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন সদুত্তর না দিয়ে পাশ কাটিয়ে যান। তিনি জর্জিয়া আওয়ামী লীগের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন কিনা জানতে চাইলে জবাবে জানান, পদত্যাগ পত্র দেওয়া হয়নি তবে তিনি দেবেন।
জর্জিয়া আওয়ামী লীগের সভাপতির শনিবারের চিঠিকে জানান, তিনি শুনেছেন তবে তার কাছে কোন পদত্যাগ পত্র পৌঁছে নাই। পদত্যাগ পত্র হাতে পেলে কমিটির মাধ্যমে ব্যাবস্থা নিবেন বলে জানান।
শনিবারের চিঠি/ আটলান্টা / আগস্ট ২১, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ২১ আগস্ট ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com