গতকাল সোমবার জর্জিয়া আওয়ামী লীগ,যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে স্থানীয় এক রেস্তোরার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদ রহমানের সভাপতিত্বে ও সাবেক সহ- সভাপতি শেখ জামালের সার্বিক পরিচালনায়, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নেহাল মাহামুদ সাবেক সহ-সভাপতি জর্জিয়া আঃ লীগ, মোশাররফ হোসেন সভাপতি জর্জিয়া যুবলীগ, মাহাবুবুল আলম সাগর সভাপতি জর্জিয়া স্বেচ্ছাসেবক লীগ,ইলিয়াছ হাসান রানা যুগ্ম সাঃ সম্পাদক জর্জিয়া যুবলীগ ,কায়র্দ্দুজামান সাবেক সদস্য জর্জিয়া আওয়ামী লীগ, সাগর চক্রবর্তী সাবেক সদস্য জর্জিয়া আ”লীগ, মারুফ ভূঁইয়া, মিলি খাঁন, সালমা বেগম,শাহীনা বেগম,মরিয়ম আলী, তারেক হাবীব, জয়নুল আবেদিন প্রমুখ ।
এ ছাড়াও জর্জিয়া প্রবাসীদের মধ্যে ডঃ আওয়াল ডি খাঁন, মুক্তিযোদ্ধা সুভাষ চক্রবর্তী, আফজাল করিম , ইন্জিনিয়ার মোকসেদ করিম, সেতু চক্রবর্তী এবং অন্যান্য ।
ইফতার পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়ায় মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মুহম্মদ আলী মানিক ।
বাংলাদেশ সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com