গতকাল পর্যন্ত জর্জিয়ায় করোনাভাইরাসে ৪২,৯০২ আক্রান্ত সনাক্ত করা হয়েছে। মারা গেছে ১,৮২৭ ।
জর্জিয়াতে ৪৯২,১৮৪ এরও বেশি রোগী পরীক্ষা করা হয়েছে এবং সমস্ত পরীক্ষার প্রায় ১৭.০৭% পজেটিভ ফল পাওয়া গেছে। কমপক্ষে ৭,৪৫০ জন রোগী ভাইরাসজনিত কারণে এক পর্যায়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়াও, হেলথ ডিপার্টমেন্টের তথ্য অনুসারে,এ সময় ১,৬৮৪ এরও বেশি জর্জিয়ানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে।
রাজ্যে সবচে’ বেশী মারা গেছে ফুলটন কাউন্টিতে, ১৬৫ । দ্বিতীয় অবস্থানে ডুঘার্টি ১৩৪, কোব ১৩২, গুইনেটে ১০২, ডিক্যাব ৮১।
সবচেয়ে বেশী আক্রান্ত ফুলটন কাউন্টিতে ৪,০৪৫ , দ্বিতীয় অবস্থানে ডিক্যাব ৩,২৫৭, গুইনেটে ৩,০৫৬ ,কোবে ২,৭২৭, হলে ২,৩২২ ,ডুঘার্টি ২,৭১৭ ক্লেটনে ১,১১৯ , চেরোকিতে ৮,১০ কেরোল ৪,৪৫ ,বার্তো ৪,৪৩, নিউটনে.৩,০৪, রকডেল ২,৬৫ ,স্পলডিংয়ে ২,৫৩ জন প্রত্যেকটিতে।
এ ছাড়াও বিভিন্ন কাউন্টিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েছে।
শনিবারের চিঠি / আটলান্টা/ মে ২৪, ২০২০
বাংলাদেশ সময়: ৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com