জর্জিয়ার কোব কাউন্টিতে একজন পথচারীকে ধাক্কা মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে । কাউন্টি্র ইস্ট-ওয়েস্ট কানেক্টর এবং ব্রুকউড ড্রাইভের কাছে দুর্ঘটনাটি ঘটে।
তদন্তকারীরা জানিয়েছেন, ২২ বছর বয়সী মার্সেল ইনেস কাউনো এসেঙ্গু পূর্ব দিকে যাওয়া ইস্ট-ওয়েস্ট কানেক্টরের ডান লেনে হাঁটছিলেন। এ সময়ে ২০১৯ টয়োটা করোলার একজন চালকও বাম লেনে পূর্ব দিকে গাড়ি চালাচ্ছিলেন।
গাড়িটি এ সময়ে হঠাৎ বাম লেন ছেড়ে ডান লেনে এসে ঐ পথচারীর উপর বিধ্বস্ত হয় । এতে পথচারী মার্সেল ইনেস কাউনো এসেঙ্গুর মৃত্যু হয়। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত করছে ।
দুর্ঘটনা সম্পর্কে যে কেউ তথ্য জানলে তাকে 770-499-3987 নম্বরে কোব কাউন্টি বিভাগের তদন্তকারীদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০৭ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com