শনিবার ইসলামিক ডেস্কঃ জর্জিয়ার কেন্দ্রিয় মসজিদ আল-ফারুক মসজিদ অব আটলান্টা সুত্রে জানা গেছে, বর্তমান বাজার মূল্য হিসাব করে এ বছর বৃহত্তর আটলান্টা ও তার আশ পাশের এলাকার জন্য এ বছর রোজার ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন ৮ডলার। এছাড়া গম বা আটার ১ কেজি ৬৫০ গ্রাম খেজুর অথবা কিসমিস পনির বা যবের যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে দরিদ্রদের মধ্যে বিতরণ করা যায় বলে বলা হয়েছে।
প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে-মেয়ের পক্ষ থেকে বাবা-মাকে এই ফিতরা দিতে হয়। ইসলামে ঈদ-উল-ফিতরের নামাজের পূর্বেই ফিতরা দান করার বিধি রয়েছে।
শনিবারের চিঠি/ আটলান্টা / মার্চ ০৭,২০১৭
বাংলাদেশ সময়: ১০:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com