ষ্টাফ রিপোর্টারঃ যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জর্জিয়ায় আওয়ামী যুবলীগের দু’টি গ্রুপ একই দিনে একই সময়ে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করেছে ।
যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের নিউইয়র্কস্থ শেখ জামাল হোসেন ও সেবুল মিয়া সমর্থিত মিনহাজুল ইসলাম বাদল ও ইলিয়াস হাসান রান গ্রুরপের আলোচনা সভা ও প্রীতিভোজ আগামি ১৮ নভেম্বর রবিবার সন্ধ্যে ৭টায় স্থানীয় মুমসুন মাসালা কিচেন এন্ড সুইটস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হবে ।
ঠিক একই দিন এবং একই সময়ে স্থানীয় পূনা রেষ্টুরেন্টে তরিকুল হায়দার ও বাহার খন্দকার সবুজ সমর্থিত মোশাররফ হোসেন্ব হাসান চৌধুরি সুহেল গ্রুপের আলোচনা , প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
জর্জিয়ায় দীর্ঘদিন যাবত জর্জিয়া যুবলীগ দুটি গ্রুপে বিভক্তি হয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে । জর্জিয়ায় অবস্থানরত জর্জিয়া আওয়ামী লীগের কর্মকর্তারা এই দুটি গ্রুপকে একত্রিত করে তাদের মধ্যে কোন্দল মিটাতে কোন পদক্ষেপ নিয়েছে বলে আজও জানা যায়নি ।
উল্লেখ, গত ১৩ মার্চ সভাপতি সম্পদকসহ জন পাঁচেক প্রতিনিধি নিয়ে জর্জিয়া আওয়ামী লীগ গঠিত হয় । দীর্ঘ আট মাস অতিবাহিত চলল আজও একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি তারা ।
শনিবারের চিঠি / আটলান্টা/ ০৭ নভেম্বর , ২০১৮
বাংলাদেশ সময়: ৮:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ নভেম্বর ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com