শনিবার রিপোর্টঃ বাঙালি হিন্দু সম্প্রদায়ের ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম এবং সবচেয়ে বড় পার্বণ শারদীয় দূর্গোৎসব । আসন্ন দূর্গা পূজাকে কেন্দ্র করে জর্জিয়ায় বেশ কয়েকটি পুজা মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা ও পূজামণ্ডপ তৈরির কাজ।
অক্টোবরের ১৩ থেকে ২১ এর মধ্যে আটলান্টায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ষষ্টি পূজা ও দেবীর বোধন, দেবী ষষ্টি ও অদিবাস সপ্তমী পূজা,অষ্টমী পূজ, মহা-নবমী এবং বিজয়া দশমীর মধ্যদিয়ে এ দুর্গোৎসব পালন করবে বলে জানা গেছে। পূজোর অনুষ্ঠানে পারফামেন্স করবেন প্রবাসী, ঢাকা ও কলকাতার নামী দামী জনপ্রিয় বেশ ক’য়েক জন শিল্পী।
অনুষ্ঠানের প্রথম সারিতে রয়েছে আটলান্টা বেঙ্গলি ফোরাম । স্থানীয় গ্লোবাল মলে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রেম শনি ও রবিবার । অনুষ্ঠানে পারফামেন্স করবেন ইন্ডিয়ান আইডল তোরসা সরকার । অবশ্য তিনি পূজারিদের অনুষ্ঠান বার্কমারেও পারফামেন্স করবেন ১৯, ২০ ও ২১ অক্টোবর ।
বাংলাদেশ পূজা এ্যাসোসিয়েশন অব জর্জিয়া (বিপিএ) এর সভাপতি মনোজ দে শনিবারের চিঠিকে জানান, আমরা আগামি ১৯ থেকে ২১ অক্টোবর যথাক্রমে শুক্র, শনি ও রবিবার স্থানীয় জেসি ইভেন্ট হলে শারদীয় দূর্গাপূজা উৎসবের আয়োজন করেছি । উক্ত অনুষ্ঠানে পারফামেন্স করতে ঢাকা থেকে আসছেন চ্যানেল আই সেরা শিল্পী কৃষ্ণা তিথি এবং কলকাতার শিল্পী রিথিসা পাদমানাভ, অয়ন মুখার্জী সাথে স্থানীয় শিল্পী বৃন্দ ।
পুজা পরিষদ আয়োজিত দুর্গোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৮ থেকে ২১ অক্টোবর চার দিন ব্যাপি অনুষ্ঠান হবে স্থানীয় নরক্রস সিটির পার্টি এন্ড ইভেন্ট হলে । অনুষ্ঠানে প্রবাসী, ঢাকা ও কলকাতা থেকে আছছেন যথাক্রমে এস আই টুটুল ও শামিত শোয়ারেল বলে জানানো হয়েছে ।
১৯, ২০ ও ২১ অক্টোবর যথাক্রমে শুক্র, শনি ও রবিবার বার্কমার হাই স্কুলে পূজারি আয়োজিত দূর্গোৎসবে পারফামেন্স করবেন অজয় চক্রবর্তী, সৌমিতা ও ইন্ডিয়ান আইডল তোরসা সরকার ।
এ ছাড়াও রিভারডাইল, ম্যাকন, মেরিয়াট্টা বিভিন্ন উপশহরে দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে ।
শনিবারের চিঠি / আটলান্টা / অক্টোবর ০৪,২০১৮
বাংলাদেশ সময়: ৮:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com