বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে আগামি ৫ ও ৬ মে শুত্রু ও যথাক্রমে বৃহস্পতি ও শুত্রুবার আটলান্টাস্থ স্থানীয় নর্থউড প্লাজায় দুইদিন ব্যাপী ভ্রামমান কন্স্যুলেট সার্ভিস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস , ওয়াশিংটন ডিসি থেকে অভিজ্ঞ একদল প্রতিনিধি উপস্থিত থেকে এ সার্ভিস প্রদান করবেন ।
দুই দিন ব্যাপী এই সার্ভিসে নো ভিসা রিকোয়ার্ড , পাসপোর্টের মেয়াদ উর্ত্তীন করা, পাওয়ার অব এ্যাটর্নী, যুগপযোগী বার্থ সার্টিফিকেট, নতুন ডিজিটাল পাসপোর্টসহ বিভিন্ন সার্ভিস সেবা প্রদান করা হবে। এসব সেবা নিতে যারা ইচ্ছুক তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সার্ভিসের সময় সূচী প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত । আরও জানতে নিন্মের লিঙ্কে ক্লিক করুন ।
জর্জিয়ায় ভ্রাম্যমান কন্স্যুলেট সার্ভিস
বাংলাদেশ সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com