শনিবার রিপোর্টঃ অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে নিয়ে ব্যপক ধ্রুম্রজালের সৃষ্টি হয়েছে জর্জিয়ায় । আগামি ২০ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর পর্যন্ত স্থানীয় বার্কমার হাই স্কুলে কর্মসূচী দিয়েছে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের মাদার সংগঠন জর্জিয়া বাংলাদেশ সমিতি। গেল ডিসেম্বরের ১৫ তারিখে নাকি এই কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে । এই মেয়াদ উত্তীর্ণ কমিটির তত্ত্বাবধানে একুশে উদযাপন করা যাবে না এমনই অভিযোগ তুলে স্থানীয় একটি রেষ্টুরেন্টে সার্বজনীন একুশে উদযাপন কমিটি নামে নাম পরিচয় বিহীন একটি কমিটি অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচী দিয়েছে। ঐ কর্মসূচীর পক্ষে বিপক্ষে স্থানীয় ওয়েবে বিভিন্ন জনের বিতর্কিত বক্তব্যও এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে জর্জিয়ায় এক বিজ্ঞব্যক্তি এ প্রতিনিধিকে বলেছেন, প্রতি বছর একুশ এলে একটি মহল সব সময়ই জর্জিয়া বাংলাদেশ সমিতির বিপরীতে অবস্থান নিয়ে কর্মসূচী দিয়ে আসছে। বিগত দু’টি বছর এমনটি দেখা যায়নি। এ বছর সমিতির মেয়াদ উত্তীর্ণের ধুয়া দিয়ে নতুন করে শুরু করেছে । তিনি আরো বলেছেন, আমরা লক্ষ্য করেছি জর্জিয়া বাংলাদেশ সমিতির বার্ষিক বনভোজন বা পিকনিক হলে সেখানেও সেই একই দিনে বিনা চাঁদায় একটি মহল জর্জিয়া বাংলাদেশ সমিতিকে হেয় করতে পাল্টা বনভোজন বা পিকনিক করার দৃষ্টান্ত রয়েছে। সেই মহলটি এতদিনে চুপটি মেরে বসে থেকে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com