শনিবার রিপোর্টঃ গভীর শ্রদ্ধা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জর্জিয়ায় ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে জর্জিয়া বাংলাদেশ সমিতি।
দিবসটি উদযাপন উপলক্ষে আগামি ২০ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে স্থানীয় বার্কমার হাই স্কুলে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে গভীর শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে পুস্পাঞ্জলি দিয়ে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে।
অনুষ্ঠান উদযাপন প্রস্ততি লক্ষে জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মোহম্মদ জাহাঙ্গীর হোসেন শনিবারের চিঠিকে জানান, মুল অনুষ্ঠান শুরু হবে রাত আটটায় । অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও বিবিধ। জর্জিয়া প্রবাসী বাংলাদেশি সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা করেছেন তিনি।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ০৪ জানুয়ারি ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com