দীর্ঘ একমাস সিয়াম-সাধনার পর যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে বিশ্বের অন্যান্য দেশের মত জর্জিয়াও আগামিকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
জর্জিয়ায় ঈদুল ফিতরের সর্ব প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে গ্রেটার আটলান্টার নরক্রস শহরের মসজিদ ওমর বিন আব্দুল আজিজে সকাল সাড়ে সাতটায় । সেখানে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে সাত, পৌনে নয় ও সাড়ে ন’টায় ।
ডাউন টাউন আটলান্টায় আল-ফারুক মসজিদ অব আটলান্টায় ৪ টি জামাত অনুষ্ঠিত হবে । যথাক্রমে সকাল আট , সাড়ে আট, নয় এবং সকাল সাড়ে ন’টায় । জর্জিয়া ইসলামিক সেন্টার লরেন্সভিলে দু’টি সকাল আটটায় ও সাড়ে ন’টায়।ইস্ট কব ইসলামিক সেন্টার সকাল ন’টায় একটি জামাত।আত্তকোয়া মসজিদ ডোরাভিলে সাড়ে আটটায় ও সাড়ে ন’টায় দুটি জামাত ।
ইসলামিক সেন্টার অব নর্থ ফুলটন আলফারাটায় সকাল আটটায় ও সকাল ন’টায়। ইবাদুর রহমান দাওয়াহ সেন্টার মেরিয়াট্টায় সকাল ন’টায়।
আটলান্টা মাসজিদ আল ইসলাম সকাল সাড়ে আটটায়, মসজিদ মুমিন সাড়ে আটটায় ।
এছাড়াও বিভিন্ন মসজিদ এবং সামাজিক মিলায়নাতনে এক বা একাধিক জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আমেরিকা অনইসলামিক দেশ। মুসলমানদের পর্যাপ্ত সুযোগ –সুবিধা এখানে নেই । সরকারিভাবে না আছে ঈদের ছুটি, না আছে ঈদ স্পেশাল। তবুও তার মধ্যদিয়েই বিশ্বের সকল প্রান্তের মুসলমানেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এককাতারে শামিল হয়ে আদায় করবে পবিত্র ঈদুল ফিতরের নামায। ইসলামে ঈদ-উল-ফিতরের নামাজের পূর্ব সদকাতুল ফিতরা দান করার বিধি রয়েছে ।
বাংলাদেশ সময়: ১:৪১ অপরাহ্ণ | রবিবার, ০১ মে ২০২২
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com