ষ্টাফ রিপোর্টারঃ গত বুধবার রিপাবলিকান পার্টির প্রার্থী ব্রায়ান কেম্প নিজেকে জর্জিয়ার গভর্নর ঘোষণা দিয়েছেন । তার এই ঘোষনাকে প্রত্যাখান করে ডেমোক্রাটিক প্রার্থি স্ট্যেসি আব্রামস বলেন, সব ভোট এখনও শেষ হয়নি এরই মধ্যে নিজকে বিজয়ী ঘোষনা দেওয়া বেআইনি । ব্রায়ান কেম্প তার বিজয় নিশ্চিত ভেবে নিয়ে নিজেকে নব নির্বাচিত গভর্নর হিসেবে ঘোষনা দিয়ে বর্তমান গভর্নরের সাথে সাক্ষাত করেছেন এবং গভর্নর অফিসের সচিব পদ থেকে পদত্যাগও করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গননা এখও চলছে স্ট্যেসি আব্রাম ব্রায়ান কেম্পের চেয়ে মাত্র ৫৮০ ভোটে পিছিয়ে আছে । ভোট গ্রহণ এবং গননার অভিযোগে ডগহ্যাটি কাউন্টিতে ইতি মধ্যে একটি মামলাও দায়ের করা হয়েছে ।
ষ্ট্রেট অব জর্জিয়ার সেক্রেটারির ওয়েবে জানানো হয়েছে ব্রায়ান কেমপ পেয়েছেন ১৯ লক্ষ ৭৩ হাজার ৯৩৩ ভোট যা কিনা প্রাপ্ত ভোটের ৫০.০৩% এবং স্ট্যেসি আব্রাম পেয়েছেন ১৯ লক্ষ ১০ হাজার ৭৪৯ প্রাপ্ত ভোটের ৪৮.০৭%। অভিজ্ঞ রাজনৈতিকগণ মনে করছেন সন্তোসজনক সমাধান না হলে জর্জিয়া পুনঃ নির্বাচন হতে পারে ।
শনিবারের চিঠি / আটলান্টা/ ০৮ নভেম্বর , ২০১৮
বাংলাদেশ সময়: ১২:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১০ নভেম্বর ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com