ঢাকাঃ প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠায় বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে সরকার।
এর পরপরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন বলে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদকেও অভিনন্দন জানিয়েছেন বীরেন।
অভিনন্দনবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “খেলোয়াড়দের প্রচণ্ড আত্মবিশ্বাস ও টিম স্পিরিট বজায় রাখার ফলেই প্রতীক্ষিত বিজয় অর্জিত হল।”
এই ধারা অব্যাহত রেখে পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলাফল উপহার দিতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তিনি।
আলাদা বার্তায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবারের চিঠি /আটলান্টা /১০ মার্চ ২০১৫
বাংলাদেশ সময়: ১০:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com