চুয়াডাঙ্গার ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বাড় ভাইও মারা গেলেন । ঘটণাটি ঘটে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বুধবার দুপুরে উপজেলার কান্তপুর গ্রামে । ছোটভাই মসলেম আলীকে দাফন দিয়ে ফেরার পর মারা গেলেন বড়ভাই ইসলাম আলী।
এলাকা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের কৃষক মসলেম আলী (৫০) মাঠে কৃষিকাজ সেরে বাড়ি ফেরার সময় মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা যান।
তাকে বুধবার বেলা ১১টার দিকে দাফন করা হয়। ছোট ভাইয়ের দাফনকাজ শেষ করে বাড়ি ফেরেন বড়ভাই ইসলাম আলী (৫৪)।বাড়ি ফেরার ঘণ্টাখানেকের মাথায় দুপুর ১২টায় আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে বড়ভাইও মারা যান।
মৃত দুই ভাই ওই গ্রামের মৃত আইনুদ্দিন আলীর ছেলে। দুই সহোদরের আকস্মিক এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবারের চিঠি / আটলান্টা / ফেব্রুয়ারি ২৪, ২০২১
বাংলাদেশ সময়: ৬:৩২ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com