স্কুলবাস উল্টে জখম হল ১৫ জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ চিৎপুরের লকগেট সেতুর কাছে পিকে মুখার্জি রোডের উপর। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হোলি চাইল্ড স্কুলের ওই বাসটি চিড়িয়ামোড় থেকে দ্রুত গতিতে স্কুলের দিকে যাওয়ার পথে লকগেট সেতুর কাছে রাস্তায় পড়ে থাকা মজুত বালিতে চাকা পিছলে বাঁদিকে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে জোরে ধাক্কা মেরেই সম্পূর্ণ উল্টে যায়। পুলিস সূত্রে খবর, সেসময় বাসে কমপক্ষে ১৮ জন ছাত্রী ছিল। এতো জোরে সংঘর্ষ হয়েছিল যে বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটিটা সম্পূর্ণ ভেঙে দুমড়ে গিয়েছে। বাসের সামনের অংশও তুবড়ে গিয়েছে। দুর্ঘটনা ঘটতেই প্রথমে স্থানীয় বাসিন্দারাই ছাত্রীদের উদ্ধারে ছুটে যান।
খবর পেয়ে দ্রুত পৌঁছয় শ্যামবাজার ট্র্যাফিক গার্ড এবং চিৎপুর থানার পুলিস। স্থানীয়দের সহায়তায় বাসের জানলার কাচ ভেঙে ছাত্রীদের উদ্ধার করে আরজি কর হাসপাতালে পাঠানো হয়। বাসচালককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাত বেশি হলেও ছাত্রীদের কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিস। অভিভাবকদের খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে সন্তানদের নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল পুলিসের সহায়তায় উল্টে যাওয়া বাসটি সরিয়ে নিয়ে যায়। দুর্ঘটনার ফলে ওই রাস্তায় যানজট হয়ে পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটে। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, বাসটি ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। তা সত্ত্বেও কীভাবে সেটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছিল তা জানতে বাসমালিককে তলব করেছে পুলিস। দুর্ঘটনার তদন্তে খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ফুটেজ।
বাংলাদেশ সময়: ১২:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com