ফনিক্স, আরিজোনাঃ কিংবদন্তি মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মোহাম্মদ আলীর পরিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবিসি জানায়, অসুস্থতার কারণে সম্প্রতি মোহাম্মদ আলীকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরের হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই লাইফসাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোহম্মদ আলীর পূর্ব নাম ছিল ক্যাসিয়াস ক্লে জুনিয়র। তাঁর জন্ম ১৭ জানুয়ারি ১৯৪২ যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে। অলিম্পিক লাইট-হেভিওয়েট সোনা বিজয়ী সাবেক এই মার্কিন মুষ্টিযোদ্ধা তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। ১৯৬৪ সালে ইসলামী সংগঠন নেশন অব ইসলামে যুক্ত হন মোহাম্মদ আলী এবং ১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাঁর নাম পরিবর্তিত হয়।
১৯৯৯ সালে বিবিসি এবং স্পোর্টস ইলাস্ট্রেটেড মুহাম্মদ আলীকে স্পোর্টসম্যান অব দ্য সেঞ্চুরি অথবা শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।
শনিবারের চিঠি/আটলান্টা/ মে ০৪, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com