চট্টগ্রামে কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে অস্ত্র বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হন শিল্প পুলিশের কনস্টেবল সৌরভ বড়ুয়া। পরে আজ শনিবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় করা অস্ত্র মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, অস্ত্রসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার জেলা পরিষদ মার্কেট থেকে সৌরভ বড়ুয়াকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কঠোর গোপনীয়তা নেওয়া হলেও আজ সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। অস্ত্রসহ গ্রেপ্তারের পর সৌরভ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবারের চিঠি / আটলান্টা/ ২৭ ডিসেম্বর , ২০২
বাংলাদেশ সময়: ৬:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com