গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে জর্জিয়ায় নতুন সনাক্ত করা হয়েছে ১ হাজার ৭১ জন । মোট সনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজার ৬২১ জন । নতুন মারা গেছে ৩৮ জন ।মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জন । এ সময়ে বিভিন্ন হাসপাতালে টেষ্টের অপেক্ষায় রয়েছে ২৭০২ জন ।এ সংবাদ জানিয়েছে জর্জিয়া ডিপার্টমেন্ট অব হেলথ ।
বরাবরের মত গতকালও ফুলটন কাউন্টি আক্রান্তের সংখ্যা শীর্ষে রয়েছে । আক্রান্তের সংখ্যা ১৬৩৬,মৃত ৫২ । দ্বিতীয় স্থানে রয়েছে ডুঘার্টি কাউন্টি আক্রান্ত ১২৪৫, মৃত ৭৮ ।
এছাড়া ডিক্যাবে ১০০৬ ,মৃত ১৫। কবে ৮১৬ মৃত ৩৬। গুইনেটে ৭৬৬, মৃত ২৪। ক্লেটনে ৩৯৬, মৃত ১২ । হলে আক্রান্ত ৩১৯ । হেনরিতে ২৮৯,মৃত ৪ । বার্তোতে ২২৩, মৃত ১৭ । লী ২৫৫ মৃত ১৫ । চেরোকিতে ২০৪ ,মৃত ০৭ । ডগলাসে ১১৭, মৃত ০৫ । ফোরসাইতে ১৪৩, মৃত ০৫। ফয়েডে ১১৮, মৃত ১৬। রকডালে ১০১,মৃত ০৪। নিউটনে ৯৩ মৃত ০৩ । পলডিংয়ে ১০০, মৃত ০৪। অজানা রয়েছে ৫৬০। জর্জিয়ার অধিবাসী নন অথচ জর্জিয়ায় থাকেন এমন আক্রান্ত হয়েছেন ৪৯৬ মারা গেছে ০১ জন । পর্যায়ক্রমে অন্যান্য কাউন্টিতেও আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জর্জিয়া প্রবাসী কোন বাংলাদেশি মৃতের সংবাদ পাওয়া যায়নি তবে বেশ ক’জন আক্রান্তে হয়ছে বলে জানা গেছে ।
করোনায় আক্রান্ত রোগীদের ২১.৩ % কৃষ্ণাঙ্গ, ১৫.৯% শ্বেতাঙ্গ, ২.৮% হিস্পানিক বা লাতিনো জাতিগোষ্ঠী এবং ০.৭% এশিয়ান বলে জর্জিয়া ডিপার্টমেন্ট অব হেলথের এক জরিপে জানানো হয় ।
১৮ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে ৬০% অন্যান্য বা তার চেয়ে বেশি বয়সের ক্ষেত্রে ৩৫% রোগী আক্রান্ত হয়। এ কারণে ডায়াবেটিক্স, হার্ট, ব্লাড প্রেসারসহ বিভিন্ন বয়স্ক রোগীরা বিশেষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ।
শনিবারের চিঠি / আটলান্টা/ এপ্রিল ১৪, ২০২০
.
বাংলাদেশ সময়: ৭:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com