জর্জিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ্ জানিয়েছে, বুধবার দুপুরের পর থেকে জর্জিয়ার ২৮ টি নতুন করোনাভাইরাস জনিত মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা এই রাজ্যের সংখ্যা ৮৪৬ এ পৌঁছেছে এবং ৯৩৬ টি নতুন কেস নিয়ে রাষ্ট্রের গণনা ২১ হাজার ১০২ এ পৌঁছেছে। এর মধ্যে ৪ হাজার ১৮ জন রোগী এক পর্যায়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা প্রায় সব ক্ষেত্রেই ১৯% । ৯৪ হাজারেরও বেশি পরীক্ষা নেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রায় ২২.০৪ ইতিবাচক ফল পেয়েছে।
গতকাল ১০৬ টি কাউন্টিতে থেকে কমপক্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । তার মধ্যে ডুঘার্টি সবচেয়ে বেশি, ১০৬। তারপরে ফুলটন ৮৫ এবং কোব ৬৩ ।
যারা মারা গিয়েছে তাদের মধ্যে কমপক্ষে ৬৫.০৬ % পূর্বে বিভিন্ন কঠিন রোগে ভুগতেছিলেন ।এর মধ্যে প্রায় ৩১.০৬ % রোগীর জন্য সেই তথ্য জানা যায়নি । মাত্র ২৪ জনকেই নিশ্চিত করা হয়েছে যে তা্রা করোনাভাইরাসে মারা গেছে ।
১৫৭ টি কাউন্টিতে কমপক্ষে একজনের আক্রান্তের খবর পাওয়া গেছে। ফুলটন ২,২৫৫ টি নিশ্চিত কেস নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডিক্যাব কাউন্টি ১,৬০৯ জন ।এর পরে ডুঘার্টি ১৪৭৯ । গুনেইটে ১,২৭৩ ,কোবে ্ ২৭২। ক্লেটনে ৫৪৯,হলে ৯০৭, হেনরিতে ৩৮৬, চেরোকিতে ৩৪০, ডগলাসে ২৫৯, ফোরসাইথে ২২৭, ফায়েটে ১৪৬ রকডেলে ১৪৪, নিউটনে ১৪৬, পলডিং-এ ১৪৫ টি কেস নিশ্চিত হয়েছে ।এছাড়াও অন্যান্য কাউন্টিতেও আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ।
শনিবারের চিঠি / আটলান্টা/ এপ্রিল ২৩, ২০২০
বাংলাদেশ সময়: ৭:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com