ষ্টাফ রিপোর্টারঃ আটলান্টায় এই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আটলান্টায় একদিনের বই মেলা অনুষ্ঠিত হলো। গণ সংহতি আন্দোলন জর্জিয়ার উদ্যোগে এই বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সেবা বাংলা লাইব্রেরীর পরিচালক মোহাম্মদ হারুণ রশিদ ।
২১ ফেব্রুয়ারি বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা বাংলা লাইব্রেরিতে অনুষ্ঠিত মেলায় মূলত ঢাকাস্থ গণ সংহতি আন্দোল প্রকাশনীর বই প্রদর্শনী হয়। এ ছাড়াও দেশি-বিদেশী বাংলা ইংরেজি বিভিন্ন বইয়ের প্রদর্শনী ছিল মেলায়। স্থানীয় লেখক সাংবাদিক সিকদার মনজিলুর রহমান ও মুহম্মদ শরীফ উল ইসলামের কিছু বইও প্রদর্শনী হয় ।
মেলার প্রধান উদ্যোগতা ডঃ নাসির উদ্দিন এ প্রতিনিধিকে জানান, আটলান্টার বই প্রেমিক অনেক মানুষ স্থানীয় বুক স্টলে বাংলা বই কিনতে পারেন না মূলত তাদের উদ্দেশ্যেই এই মেলার আয়োজন। পাঠক ও দর্শনার্থীদের আশানুরুপ সাড়া পাওয়া গেলে আগামিতে আরো বিশাল আকারে মেলা করার আশা আছে। বই প্রদর্শনী ছাড়াও সেখানে থাকবে আবৃতি, পুস্তক পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবারের চিঠি/ আটলান্টা / ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সংশ্লিষ্ট সংবাদঃ
গণ সংহতি আন্দোলনের উদ্যোগে আটলান্টায় বই মেলা
বাংলাদেশ সময়: ৭:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com