খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের এক নার্স এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতাকর্মী (২৯) ও এক পুরুষ নৈশপ্রহরীর (৩৩) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা হল ১২ জন। যার মধ্যে একজন সুস্থ হয়েছেন ও একজন মারা গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা মুখপাত্র ডা. শৈলৈন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছন।
তিনি জানান, আজ মঙ্গলবার পিসিআর মেশিন ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে হাসপাতালের একজন নার্স, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্ন কর্মী ও এক পুরুষ নৈশপ্রহরীর করোনা শনাক্ত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স করোনা হাসপাতালে কর্মরত ছিলেন। এই নিয়ে খুলনায় পিসিআর মেশিনে ১৭ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন। এবং একজন মারা গেছেন।
শনিবারের চিঠি / আটলান্টা/ এপ্রিল ২৯, ২০২০
বাংলাদেশ সময়: ৮:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com