খুলনা মহানগরের ফুলবাড়ী গেট এলাকায় খুলনা–যশোর মহাসড়কে পাটবোঝাই ট্রাকের চাপায় থানা আওয়ামী লীগের নেতা বেগ আনিসুর রহমান (৫২) নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জামিয়া কারিমিয়া মাদ্রাসাসংলগ্ন জাব্দিপুর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেগ আনিসুর রহমান খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীর ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেজেরডাঙ্গা আয়ান জুট মিল থেকে পাট নিয়ে একটি ট্রাক রেলিগেটে বিশ্বাস জুট ট্রেডার্সে যাচ্ছিল। ট্রাকটি সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলবাড়ী গেট জামিয়া কারিমিয়া মাদ্রাসা সংলগ্ন জাব্দিপুর বালুরমাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহেন্দ্রের সামনে থাকা বেগ আনিসুর রহমান ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার জানান, খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও দৌলতপুর ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শনিবারের চিঠি / আটলান্টা/ জানুয়ারি ১৯, ২০২১
বাংলাদেশ সময়: ৭:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com