ষ্টাফ রিপোর্টারঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ সমাবেশ করেছে জর্জিয়া আওয়ামী লীগ।
গতকাল বুধবার সন্ধ্যায় রায় ঘোষণার আগেই জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ রহমান ফেসবুকে স্টাটার্স দিয়ে স্থানীয় “মুনসুন মাসালা এন্ড সুইটস রেস্টুরেন্টে সমবেত হবার আহবান জানান । আহবানে সাড়া দিয়ে জর্জিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হন এবং আন্দন্দ সমাবেশ করে । এক পর্যায়ে তা্রা রেষ্টুরেন্টের বাইরে এসে মিছিল দিয়ে আনন্দ উল্লাস করে ।
শনিবাবের চিঠি / আটলান্টা/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৮
বাংলাদেশ সময়: ৯:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com