শারমিনা রহমান, খুলনাঃ জেলার কয়রা উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দায়ের করা মানহানি মামলা থেকে জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
গতকাল বুধবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জাহিদুল ইসলাম তা মঞ্জুর করেন।পরে মামলার বাদী নাছের আলী মোড়লের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটিও খারিজ করে দেয়।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ মার্চ কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালী গ্রামে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ-পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। এ ঘটনায় দৈনিক আমার দেশ, নয়া দিগন্তসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাই নাছের আলী মোড়ল কয়রার আদালতে আটজনের বিরুদ্ধে মানহানি মামলা করেন। আদালত কয়রা থানাকে মানহানি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করতে বললে পুলিশ ৫০০/৫০১/৫০৫ ও ৫০৬ ধারায় অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দেয়।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার আহ্বায়ক অধ্যক্ষ মাজহারুল হান্নান, সদস্য সচিব অধ্যাপক ডা. শেখ মো. আখতার উজ্জামান।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মঞ্জুর আহমেদ ও মাসুদ হোসেন।
শনিবারের চিঠি/ আটলান্টা / মার্চ ০৯,২০১৭
বাংলাদেশ সময়: ৮:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com