ষ্টাফ রিপোর্টারঃ ক্রিসমাস ইভে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জর্জিয়ার লরেন্সভিলের দুই ব্যক্তি নিহত হয়েছেন । সোমবার বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় লরেন্সভিল সিটির জনসন রোডে এ দূর্ঘনা ঘটে । দূর্ঘটনায় নিহতরা হলেন লরেন্সভিলের স্যাড ভার্নি ( ৩৪) এবং ডিকেটরের ডিওতে জর্দান ।
লরেন্সভিল পুলিশের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা দ্য আটলান্টা জার্নাল এন্ড কনস্টিটিউশন জানায়, স্যাড ভার্নি রূপালী রঙের একটি অ্যাকুরা চালিয়ে রোডের পশ্চিম দিকে যাচ্ছিলেন এ সময় গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে পূর্ব দিক থেকে আসা কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জের সাথে সংঘর্ষ হয় । সংঘর্ষে স্যাড ভার্নি ঘটনাস্থলেই নিহত হন এবং মার্সিডিজের ড্রাইভার ডিওতে জর্দানকে গুরুতর অবস্থায় স্থানীয় গুনেইট মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান । দূর্ঘটনার কারণ তদন্তনাধীন রয়েছে ।
শনিবারের চিঠি / আটলান্টা/ ২৬ ডিসেম্বর , ২০১৮
বাংলাদেশ সময়: ৮:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com