ক্যালিফোর্নিয়াঃ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৮ নভেম্বর) সোমবার দুপুরে ফক্স নিউজ এ খবর প্রকাশ করেছে।
সন্ধ্যা ৬টার পর ফুটবল খেলা দেখতে বন্ধু ও আত্মীয়স্বজন ওই বাড়িতে জড়ো হয়েছিলেন। ওই সময় বন্দুকধারী হামলা চালায়। পরে প্রতিবেশীরা ৯১১-তে কল করে সাহায্য চান।
বন্দুকধারী একজন নাকি একাধিক, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বন্দুকধারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ সদস্যরা।
শনিবারের চিঠি/ আটলান্টা / ১৮ নভেম্বর ,২০১৯
বাংলাদেশ সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com