যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণকালে ৭ নৌসেনা এবং এক নাবিক নিহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়া উপকূলে গত বৃহস্পতিবার ওই সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলেও এর ৪০ ঘণ্টা পর স্থানীয় সময় গত শনিবার দেশটির সেনাবাহিনী ওই হতাহতের ঘটনা প্রকাশ করে।খবর বিবিসির।
প্রশিক্ষণের সময় একটি উভচর সামরিক যান ডুবে গেলে তাদের মৃত্যু হয়।
৮ নৌসেনাকে উদ্ধার করা হলেও তাদের মধ্যে একজন পরে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।উদ্ধার করা দুই সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মার্কিন নৌ কমান্ডার কর্নেল ক্রিস্টফার ব্রোঞ্জি এ দুর্ঘটনার কথা জানান।
শনিবারের চিঠি / আটলান্টা/ আগষ্ট ০৩, ২০২০
বাংলাদেশ সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com