মহুয়া সুন্দরী’ কি তবে হিট ছবির তকমা পেতে যাচ্ছে? ছবিটি মুক্তির প্রথমদিন প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে ছবিটি সফল হবে বলেই মনে করছেন পরিচালক রওশন আরা নীপা। তিনিসহ ছবির একটি দল গতকাল ঘুরে বেড়িয়েছে ঢাকা, সাভার, গাজীপুর ও টঙ্গীর বেশ কয়েকটি হলে। দর্শকদের ভালো লাগা দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে পুরো দল। এই দলটির সঙ্গে নায়ক সুমিতও ছিলেন।
ঢাকার শ্যামলী সিনেমা হলে একটি শো শেষ হওয়ার পর দেখা গেল দর্শকদের উচ্ছ্বাস। কায়সার নামে এক পোশাক শ্রমিক চোখের সামনে নায়ক সুমিতকে দেখে জড়িয়ে ধরেন, আর ছবির প্রশংসা করেন। পরিচালক নীপা কায়সারকে প্রশ্ন করেন, ‘তোমার কাছে কেন ছবিটা ভালো লেগেছে?’ কায়সার বলেন, আমরা তো আসলে গ্রামের মানুষ, এই ছবিটা দেখে মনে হয়েছে গ্রামের ছবি দেখছি। ছোটবেলায় বাবা, মা আর প্রতিবেশীদের সঙ্গে এ ধরনের ছবি দেখতাম। ছবির নায়িকা পরী মণির সঙ্গে আমিও কেঁদেছি, আমাদের আশপাশে সবাইকে দেখেছি, ছবি দেখতে দেখতে চোখ মুছছে। ছবিটা দেখতে গিয়ে বেশির ভাগ সময় মনটা অনেক ভার হয়েছিল, তাই পুরো গল্প আর বেশি বুঝতে পারিনি। এখন আবার দ্বিতীয়বার দেখতে যাচ্ছি। সুমিত ভাইয়ের অভিনয় অনেক ভালো লেগেছে। আপা এ ধরনের ছবি আমাদের জন্য বছরে এক-দুটা বানাবেন।’
রওশন আরা নীপা তৃপ্তির হাসি দিয়ে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার ‘মহুয়া সুন্দরী’ সার্থক। বাংলাদেশে একাধিকবার ছবি দেখার রেওয়াজ রয়েছে, ভালো ছবিগুলো দর্শক দেখতে বারবার হলে আসত। প্রদর্শনের প্রথমদিনেই চোখের সামনে দেখলাম যে একজন একই দিনে দুবার ছবিটা দেখছে। আসলে আমার প্রচেষ্টা ছিল, আমি যেন দর্শকদের বাংলাদেশের ছবি দেখাতে পারি এবং তারা যেন বারবার হলে আসে ছবিটি দেখতে। সারা দেশে শতাধিক হলে ছবিটি মুক্তি না দিয়ে আমি এমনভাবে দিয়েছি যেন বাংলাদেশের সব শহরের ভালো হলে ছবিটা যায়। ছবি আর শব্দ যেন ভালোভাবে শুনতে পারে।’
ছবিতে পরীর বিপরীতে নায়ক হিসেবে আছেন সুমিত। এতে আরো অভিনয় করছেন মামুনুর রশীদ, সুচরিতা ও জয়রাজ। ‘মহুয়া সুন্দরী’তে গান আছে মোট ছয়টি। সংগীতায়োজন করেছেন ইমন সাহা ও অমিত চট্টোপাধ্যায়। এরই মধ্যে অডিওতে প্রকাশিত গানগুলো প্রশংসিত হয়েছে। প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলারও। বাংলাদেশে ‘মহুয়া’ অবলম্বনে সিনেমা নতুন নয়। ১৯৬৬ সালে আলী মনসুর নির্মাণ করেছিলেন ‘মহুয়া’। পরে ১৯৮৬ সালে শামসুদ্দিন টগর নির্মাণ করেছিলেন ‘মহুয়া সুন্দরী’। রওশন আরা নীপা পরিচালিত ‘মহুয়া সুন্দরী’ ছবিটি গতকাল সারা দেশে মুক্তি পেয়েছে। ‘মহুয়া সুন্দরী’ পালা অবলম্বনে নির্মিত হলেও আধুনিক রূপ দেওয়া হয়েছে ছবিটিকে। তাই সিনেমাটিকে সরাসরি ‘মৈমনসিংহ গীতিকা’র ‘মহুয়া’ বলা যাবে না।
শনিবারের চিঠি/ আটলান্টা/ ২৪ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ১১:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com