নড়াইল ॥ সবুজ ছায়াঘেরা বনায়নে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে ৫০ একর জমির ওপর গড়ে উঠেছে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব। যা অরুনিমা ইকোপার্ক নামেও পরিচিত। বলা যেতে পারে, এটি একটি ফুল ও ফলের বাগান। আবার বলা যেতে পারে বৃহৎ একটি মাছে খামার। বিনোদনপ্রিয় মানুষের জন্য এখানে রয়েছে পিকনিকের ব্যবস্থা। মনে হবে এক যুগেরও বেশি সময় ধরে আবহমান গ্রাম–বাংলার চিরচেনা রূপ আর আধুনিকতার সুপরিকল্পিত সমন্বয়ে সাঁজানো হয়েছে অরুনিমাকে। এ যেন মনের মাধুরী মেশানো কোন স্বপ্নপুরী। এ পর্যটন কেন্দ্রের প্রবেশপথেই দেখা যাবে সারিবদ্ধ ঝাউগাছ, যেন আগন্তুককে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে। হাজার হাজার ফুল ও ফলের চারাসহ বনজ ও ঔষুধি বৃক্ষের চারা রোপন করে সেখানে গড়ে তোলা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সৃষ্টি। যেমন রয়েছে আম, কাঠাল, লিছু, নারকেল, চেরি, স্টারআপেল, জলপাই, পেঁপেঁ, কুল সহ অসংখ্য ফলের গাছ; তেমনি রয়েছে ডেফোডিল, ক্যামেলিয়া, লিলি, কুমারী পান্থ, পদ্ম, নীলপদ্ম, রঙ্গণ, কাঞ্চন, দু’শ প্রজাতির গোলাপ, মার্বেলটাস্ক, টগর, গ্যালাডুলাস সহ হরেকরকম ফুলের গাছ, যেগুলি পর্যটন কেন্দ্রের শোভাবর্ধনসহ প্রাকৃতিক রূপ এনে দিয়েছে। অরুনিমার অভ্যন্তরে তিন একরের সবুজ মেহগনির বাগান যেন পরিণত হয়েছে সবুজ পাহাড়ে। এক একরের ঝাউবন, ৬৪৭টি আম্রপালি গাছের বাগান, ৫ কাঠার গোলাপ বাগান ও ১ হাজার ৪’শ প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রয়েছে এখানে। ৬৬ বিঘা জমি নিয়ে রয়েছে ১৯টি বিশালাকৃতির পুকুর, যা পর্যটকদের আকৃষ্ট করে দারুণভাবে। এসব পুকুরে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, চিংড়ী, বোয়াল, কই সহ অর্ধ–শতাধিক প্রজাতির মাছ চাষ করে আয়ও হচ্ছে লক্ষ লক্ষ টাকা।
এখানকার গাছের ছায়ায় বিভিন্ন প্রজাতির পাখির গান শুনতে শুনতে জলের ধারে অনায়াসে কাটিয়ে দেয়া যায় অনেকটা সময়। লেকের জলে ভাসমান পাখি আর দু’পাড়ের অসংখ্য গাছের ডালে পাখিদের সমারোহ দেখে অভিভূত হয়ে যান পাখি–প্রেমিকগণ। একটু খেয়াল করলেই চোখে পড়ে শ্যামা, দোয়েল, ঘুঁঘু, কবুতর, টিয়া, ময়না, বুলবুলি, মাছরাংগা, শালিখ, কোকিল, বক, হাঁসপাখি, বেলেহাঁস, রাজহাঁস, বক, পানকৌড়ি, সুঁইচোরা, চড়ুই, টুনটুনি সহ অসংখ্য বিলুপ্ত প্রায় দেশীয় পাখি। অসংখ্য অতিথি পাখির কলতান ভ্রমণপিয়াসী সবার মনেই জায়গা করে নেয়। এ রিসোর্টটিকে পাখি–সংরক্ষিত এলাকা ঘোষণা করায় ‘পাখির গ্রাম’ নামেও এলাকাটির একটি পরিচিতি রয়েছে। এটি পরিণত হয়েছে পাখির অভয়ারণ্যে। পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে স্পীডবোট, প্যাডেল বোড, ২০ সিটের ভ্রমণ বোট, সুইমিং পন্ড, ঘোড়ার গাড়ি ও শিশুদের জন্য রয়েছে গেমস কর্ণার। আরও রয়েছে একটি গলফ মাঠ।
বাংলাদেশ সময়: ৮:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com