কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় কোর্ট চত্ত্বরে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর বেপরোয়া হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে তিনি মারাত্মক আঘাত পান।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
হামলার পর রক্তাক্ত মাহমুদুর রহমান বলেন, ‘প্রয়োজনে আমার দেশের জন্য আমি জীবন দেবো। ইসলামের জন্য জীবন দেবো।’
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের করা একটি মানহানি মামলায় মাহমুদুর রহমান জামিন নিতে কুষ্টিয়া আদালতে যান।
বেলা ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমএম মোর্শেদ ১০ হাজার টাকা জামানতে মাহমুদুর রহমানের স্থায়ীভাবে জামিন মঞ্জুর করেন।
তার জামিন মঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করে ছাত্রলীগ নেতারা আদালত চত্বরে মাহমুদুর রহমানের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন এবং এজলাসের ভেতর তাকে অবরুদ্ধ করে রাখেন।
চার ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ প্রহরায় বাইরে বের হলে এই হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী হকিষ্টিক ও লাঠি দিয়ে মাহমুদুর রহমানকে পেটাতে থাকে।
হামলায় মাহমুদুর রহমানের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।
শনিবারের চিঠি / আটলান্টা / ২৩ জুলাই, ২০১৮
বাংলাদেশ সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুলাই ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com