অনলাইন ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কিশতবার শহরে কারফিউ জারি করা হয়েছে। রবিবার একথা নিশ্চিত করেছেন কাশ্মির কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, শনিবার রাতে কিশতবার শহর থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত তিন ব্যক্তিকে আটকের পর সেখানে বিচ্ছিন্ন বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষিতে কারফিউ জারি করা হয়েছে।
আটক তিনজনের মধ্যে দুইজন হুরিয়াত নেতা এবং একজন মজলিশ-ই-শুরা সদস্য। এদিকে স্থানীয় পুলিশ জানায়, হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হওয়ার পর ভারতবিরোধী প্রচার চালানোয় এবং বিক্ষোভে উস্কানি দেওয়ায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানানো হয়।
শনিবারের চিঠি/ আটলান্টা / সেপ্টেম্বর ২৫, ২০১৬
বাংলাদেশ সময়: ৫:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com