যশোরঃ যশোরে দুর্বৃত্তদের গুলিতে কারাফটকের সামনেই সন্ত্রাসী হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত হোসেন (৩০) নিহত হয়েছেন। সোমবার ইফতারের পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হলে কারাফটকের সামনেই তাকে হত্যা করা হয়। হেমায়েত শহরতলীর মণ্ডলগাতি এলাকার জিন্নাহ ওরফে টেনা কসাইয়ের ছেলে এবং ওই এলাকার হেমায়েত বাহিনীর প্রধান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ১৯ এপ্রিল তাকে বিস্ফোরকসহ পাঁচটি মামলায় যশোর কোতোয়ালি থানার পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করে। সোমবার তিনি জামিনে বের হন।
তিনি জানান, কারাগার থেকে বের হয়ে হেমায়েত কারাফটকের সামনে সুকতারা টি স্টলে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়।
একটি গুলি হেমায়েতের মাথার ডান পাশে এবং আরেকটি গুলি পায়ে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসি আরও জানান, হেমায়েতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে।
শনিবারের চিঠি/ আটলান্টা / জুন ২১,২০১৬
বাংলাদেশ সময়: ১০:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com