বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সুরে নেচে উঠলো কানাডার টরন্টো শহরের হাজারো দর্শক শ্রোতা! কানাডা প্রবাসী বাঙালিদের কাছে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিকের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এক কনসার্টে অংশ নিলে এমন আড়ম্বরপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে, সাপ্তাহিকটির বর্ষপূর্তি উপলক্ষে টরন্টো শহরের ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে দুই দিনের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই গত ২২ নভেম্বর সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা ও মৌটুসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশর চিত্রনায়ক ফেরদৌস।
মনে করা হচ্ছে, গত কয়েক বছরের মধ্যে টরন্টোতে সবচেয়ে বড় ইনডোর আয়োজনের একটি এই বাংলা ফেস্টভাল। গান শেষে কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আয়োজকবৃন্দ।
শনিবারের চিঠি / আটলান্টা/ ২৪ নভেম্বর ২০১৫
বাংলাদেশ সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com