লস অ্যাঞ্জেলসে করোনায় প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর তালিকা দিন দিন লম্বা হচ্ছে । সর্বনাসা করোনা মহামারিতে এমন করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। কভিডে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অনন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যু খবর পাওয়া গেছে ।
গতকাল একদিনেই মারা গেছেন দুই জন। কম্যুনিটির পরিচিত মুখ মোবারক হোসেন বাবুল ( ৬৫ ) স্থানীয় সময় রাত ১০ টার দিকে স্থানীয় এক হাসপাতালে ভেন্টিলেশন অবস্থায় ইন্তেকাল করেন। একই দিনে বেলা সাড়ে তিনটার দিকে বারব্যাঙ্ক হাসপাতালে মৃত্যু বরণ করেন মাহবুবুর রহমান সাজু ( ৫৫ ) নামের আরও এক প্রবাসী বাংলাদেশি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
আরো পড়ুনঃ
লস অ্যাঞ্জেলেসে করোনায় আরো দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু
গত ১৪ জানুয়ারি লস এঞ্জেলেসে একই দিনে দুইজন বাংলাদেশি করোনায় ইন্তেকাল করেন। টমাস রয় (৬৮) এবং ফিতনাতুজ্জ জামানী(৮৯)। টমাস রয়ের দেশের বাড়ি চট্টগ্রামে। তিনি দুই দশক ধরে লস এঞ্জেলেসের অদূরে হুইটিয়ার সিটিতে বসবাস করে আসছিলেন। হুইটিয়ার ন্যারোস পার্কে কাজ করতেন। সেখান থেকেই দিন দশে আগে আক্রান্ত হন।
লস অ্যাঞ্জেলেসের বাঙালি কম্যুনিটির পরিচিত মুখ সৈয়দ বাকী বিল্লাহ’ ও কাইজার হাসপতালের ডাঃ শওকত আরা রহমানের মাতা ফিতনাতুজ্জ জামানী (৮৯) একই দিনে সকালে স্থানীয় কাইজার হাসপতালের ইন্তেকাল করেন ।
পরিচিত জনের মধ্যে, ওয়াহিদুল করিম খোকন, নাজমুল হক চৌধুরী হেলাল প্রমুখ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। এছাড়াও লস অ্যাঞ্জেস প্রবাসী আব্দুল মান্নান বাংলদেশে বেড়াতে গিয়ে করোনায় আক্রান্তে হয়ে গত ২৯ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন ।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অধিবাসীদের ঘরে থাকার নির্দেশ জারি করেছেন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ।
শনিবারের চিঠি / আটলান্টা/ জানুয়ারি ৩১ ,২০২১
বাংলাদেশ সময়: ৮:৫৯ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com