কচুয়া, বাগেরহাটঃ পড়া না পারায় শিক্ষকের প্রহারে হাসপাতালে ভর্তি হয়েছে জুবায়ের রহমান (১০) নামে এক স্কুলছাত্র।
শনিবার সকালে জেলার কচুয়ায় উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত জুবায়ের ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং সাংদিয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।
শিশুটির মা জাকিয়া সুলতানা অভিযোগ করেন, জুবায়ের পড়া না পারার কারণে ইংরেজি শিক্ষক তুষার কুমার দাস তাকে ব্ল্যাকবোর্ড মোছার ডাস্টার দিয়ে এলোপাতাড়ি প্রহার করেন। বিকেলে আহত অবস্থায় জুবায়েরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি চিকিৎসক আব্দুল কাদের জানান, শিশুটির মুখ, ঘাড় ও বাম চোয়ালে জখমের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার জানান, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি।
শনিবারের চিঠি/আটলান্টা/ মার্চ ১৩, ২০১৬
বাংলাদেশ সময়: ১১:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ মার্চ ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com