খোন্দকার নিয়াজ ইকবাল কচুয়া, বাগেরহাটঃ জেলার কচুয়া উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত ২৭ মে শুক্রবার বিকালে উদ্ভোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট-২ ( কচুয়া-বাগেরহাট) আসনের সংসদ সদস্য এ্যাড.মীর শওকাত আলী বাদশা।
উপজেলার ৭টি ইউনিয়ন এবং কচুয়া কলেজসহ মোট ৮টি দল এ টুর্নামেন্টের অংশ গ্রহণ করবে। স্থানীয় কচুয়া সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্ভোধনী খেলায় বাধাল ইউনিয়ন একাদশকে ০২-০১ গোলে হারিয়ে কচুয়া ইউনিয়ন একাদশ জয়লাভ করে। আজ মাঠে খেলবে ধোপাখালী বনাম গোপালপুর ইউনিয়ন। ফাইনাল খেলা ৫ জনু রবিবার।
কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, উপজেলা পরিষদ ও ওয়ার্ল্ডভিশন কচুয়া এডিপির সহযোগীতায় এ উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম,মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম,নাজমা সরোয়ার,কচুয়া থানার অসিসার্স ইন চার্জ শেখ শমসের আলী,উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিকদার কামরুল হাসান কচি।
অন্যানের মধ্যে কচুয়া আবু নাসের মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ফজর আহমেদ,ইউপি চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ,নকীব ফয়সাল অহিদ,এ্যাড,পংকজ অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন ।
শনিবারের চিঠি/ আটলান্টা / মে ২৯,২০১৬
বাংলাদেশ সময়: ১০:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ মে ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com