শনিবার রিপোর্টঃ ওয়াশিংটন অঙ্গরাজ্যের কেন্ট শহরে শিখ ধর্মাবলম্বী এক ভারতীয়কে গুলি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার কেন্ট শহরে অবস্থিত ওই ভারতীয়কে নিজ বাসভবনের সামনে গুলি করা হয়। গুলি করার সময় হামলাকারী বলে, ‘তোমার নিজের দেশে ফিরে যাও।’
হামলায় গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম দীপ রাই (৩৯)। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বন্দুকধারীর হামলায় তিনি হাতে আঘাত পান। তবে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরেছেন তিনি।
দীপ রাই জানান, হামলাকারীর উচ্চতা ছয় ফুটের মতো ছিল। তার মুখের নিচের অংশ মুখোশ দিয়ে ঢাকা ছিল।
দীপ রাই জানান, শুক্রবার তিনি বাড়ির বাইরে কাজ করছিলেন। সে সময় এক ব্যক্তি এসে চিৎকার করে বলে, ‘তুমি তোমার দেশে ফিরে যাও।’ তারপর সে গুলি চালায়।
কেন্ট শহরের পুলিশপ্রধান কেন থমাস জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। হামলাকারীকে আটক করতে অভিযান চালছে।
এর আগে গত মাসে কানসাস অঙ্গরাজ্যের একটি পানশালায় মার্কিন নৌসেনার গুলিতে শ্রীনিবাস কুচিভোতলা নামের এক ভারতীয় যুবক নিহত হন। সে সময় অলোক মাদাসানি নামের অপর এক ভারতীয় যুবক আহত হন। অ্যাডাম পিউরিনটন (৫১) নামের ওই নৌসেনা ইরাকে মার্কিন অভিযানে অংশ নিয়েছিলেন বলে জানা যায়।
শনিবারের চিঠি/ আটলান্টা / মার্চ ০৮,২০১৭
বাংলাদেশ সময়: ৯:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০১৭
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com