বাংলাদেশ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতের সঙ্গে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি পরিবর্তনের সংবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গকাল বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে কোনো কোনো মিডিয়ায় সংবাদ প্রকাশ করেছে। আজ হাইকোর্ট নির্বাচন স্থগিত করার পর ওই সব মিডিয়ার অনলাইনে প্রচার করছে যে, পরীক্ষার সময় সূচি পরিবর্তন হবে না। আসলে কোনো সংবাদই সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড এ ধরনের কোনো সিদ্ধান্ত আগেও নেয়নি, আজও নেয়নি।’
তথ্য কর্মকর্তা আরো বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী গত কয়েক বছর ধরেই এসএসসি পরীক্ষা প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয়। এবারও আগামী ১ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রায় সব পরীক্ষাই শেষ হয়ে যাবে। দুই একটি ব্যবহারিক পরীক্ষা বাকি থাকবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের শিডিউল ছিল ২৬ ফেব্রুয়ারি। এ নির্বাচনের কারণে পরীক্ষা পেছানোর মতো কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড নেয়নি।
পরীক্ষা যথারীতি পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে বলেও জানান এই কর্মকর্তা।
শনিবারের চিঠি / আটলান্টা / ১৮ জানুয়ারি , ২০১৮
বাংলাদেশ সময়: ৮:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০১৮
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com