নাসির নগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবার মসজিদে হিন্দুদের দেবী লক্ষ্মীর মূর্তি পাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার কুণ্ডা ইউনিয়নের বিটুই গ্রামের বিটুই উত্তর পাড়া জামে মসজিদের ভেতর থেকে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মসজিদের ইমাম শাহাব উদ্দিন জানান, ভোরে ফজরের নামাজের আযান দিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে দেখেন সেখানে মূর্তটি রাখা। পরে তিনি বিষয়টি ও এলাকাবাসী ও পুলিশকে জানান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, সকালে খবর পেয়ে প্রায় ২ ফুট উচ্চতার মূর্তিটি থানায় নিয়ে আসি। পরিস্থিতি ঘোলাটে করার জন্য কেউ এমন করতে পারে। সুত্রঃ ইত্তেফাক
শনিবারের চিঠি/ আটলান্টা / নভেম্বর ০৭, ২০১৬
বাংলাদেশ সময়: ৪:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com