ইসলাম বিষয়ক বক্তা জাকির নায়েকের ব্যাপারে এবার মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার কেনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় জাকির নায়েকের সমালোচনা করে নরেন্দ্র মোদি বলেন, ‘ঘৃণা ও সহিংসতার প্রচারকরা আমাদের সমাজ গঠনের প্রতি হুমকি হচ্ছে।’
এসময় চরমপন্থী আদর্শবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। ভারতের সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। খবরে আরও বলা হয়, পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে মোদি বলেন, ‘যারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় এবং রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের প্রতি নিন্দা জানাই।’
এদিকে এর প্রতিবাদ জানিয়ে জাকির নায়েক বলেন, ‘আমি সন্ত্রাসবাদ বা সহিংসতাকে সমর্থন করি না। আমি কখনো সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করি না।’
গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা ও কমান্ডো অভিযানে একাধিক জঙ্গি নিহত হয়। এরপরই নিহত জঙ্গিদের মধ্যে দুজন জাকির নায়েকের ভক্ত ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেই থেকে আলোচনায় উঠে আসে এই বক্তার নাম।
শনিবারের চিঠি/ আটলান্টা/ জুলাই ১৩, ২০১৬
বাংলাদেশ সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ জুলাই ২০১৬
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com