করোনাভাইরাস শনাক্তে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে রেকর্ড ৩৮ হাজার ১১৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন পোস্ট এই তথ্যটি জানায়।
গণমাধ্যমটি জানাচ্ছে, গেল ২৫ এপ্রিল ৩৪ হাজার ২০৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে জানাচ্ছে, মার্কিন মুল্লুকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬৩ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় ৮০৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ২৮১ জনে।
বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলের মানুষের মধ্য ছড়িয়ে পড়েছে করোনা। সব মিলিয়ে ৯৫ লাখ ২৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৯৭২ জনের।
শনিবারের চিঠি / আটলান্টা/ জুন ২৬, ২০২০
বাংলাদেশ সময়: ৮:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
https://thesaturdaynews.com | Sikder Rahman
Development by: webnewsdesign.com